নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং গণধর্ষন নারী নির্যাতন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে তিতুমীর কলেজ সাধারণ শিক্ষার্থীরা অপরাধীদের বিচারের দাবিতে একাধিক দাবি তুলে ধরেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১০টায় কলেজের মূল ফটকের সামনে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা শুরু হলেও বৃষ্টির কারণে দ্রুত শেষ হয়। ‘চল যাই যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে’ এমন স্লোগান দিয়ে তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তাদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, শুধু নোয়াখালীর বেগমগঞ্জে নয় সারাদেশে যে ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদে আজ আমরা মানববন্ধনে এসে দাঁড়িয়েছি। রাষ্ট্রের যে কেউ হোক ধর্ষকের বিরুদ্ধে কোন সাফাই গাইতে পারবে না। ধর্ষক কখনও কোন দলের হতে পারে না। এ রাষ্ট্র যদি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা না করা তাহলে ধর্ষক আরও বিভিন্ন ফন্দিফিকির করবে ধর্ষণ করার। মানববন্ধন শেষে মুখে কালো পতাকা বেঁধে সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..