টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে আট বছর আগে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে অধ্যাদেশ জারির পর ধর্ষণ মামলার রায়ে এই প্রথম ফাঁসির আদেশ দেওয়া হলো।
আজ (বৃহস্পতিবার) এই রায় দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সাগর চন্দ্র, সুজন মনি ঋষি, রাজন, সনজিৎ এবং গোপি চন্দ্র শীল। আসামিদের মধ্যে সনজিৎ এবং গোপি চন্দ্র শীল ছাড়া অন্যরা পালাতক।
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে, সংশোধীত “নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০”এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ১২ অক্টোবর এই অনুমোদন দেওয়া হয়। এরপর মঙ্গলবার আইনটি অধ্যাদেশ হিসেবে জারি করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।