মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থেকে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলো- বাবুল (৩০) ও শাহিদা আক্তার (৫০)। এ সময় মোবাইল ফোন ও নগদ টাকাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে র্যাব-২-এর নেতৃত্বে ধানমন্ডির ৭ নম্বর সড়কে এ অভিযান চলে।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. জাহিদ আহসান বলেন, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে রাতে র্যাব-২-এর একটি দল ধানমন্ডি থানাধীন ৭ নম্বর রোডের ৩৩/এ বাসার সামনের রাস্তায় অবস্থান নেয়। রাত সোয়া ২টার দিকে একটি প্রাইভেটকার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় থামার সঙ্কেত দেয় র্যাব সদস্যরা।
কিন্তু গাড়িতে থাকা যাত্রীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা পেছন থেকে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি করে পেছনের বক্স থেকে ২৯ কেজি গাঁজা, তাদের সঙ্গে থাকা ১টি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, নগদ ৯ হাজার টাকা ছাড়াও মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। জব্দ গাঁজার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ৩৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রাইভেট কারে করে বিভিন্ন মালামাল পরিবহনের আড়ালে গাঁজাসহ অন্যান্য মাদক এনে রাজধানী ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রির কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।