বিনোদন প্রতিবেদক: ইউনেস্কো ও স্বপ্নীল ফাউন্ডেশন ২১শে ফেব্রুয়ারী ২০২৩ প্রকাশ করবে নতুন আঙ্গিকে বিদ্রোহী। অভিনেত্রী ভাবনা এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক এই পদ্যপরিবেশনা জন্য জুটি বেঁধেছেন। বিদ্রোহী হল আমেরিকান কবি মায়া অ্যাঞ্জেলু স্টিল আই রাইজ, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী এবং অসমী প্রদীপের হিন্দি কবিতা নির্বাচিত কিছু অংশ নিয়ে একটি বিশেষ পরিবেশনা।
ভাবনা বলেন, আমরা অনন্য, অসাধারণ, বিশ্বয় হওয়ার ধারণা হারিয়ে ফেলছি। আমরা প্রতিনিয়ত রাজনীতি,একাকিত্ব,বিষণ্ণতা, লিঙ্গ, ক্ষতি, মৃত্যু, রোমান্টিক সম্পর্ক এবং সামাজিক বুলিংয়ের সাথে লড়াই করছি।
এই সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করার জন্য আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য বিদ্রোহী একটি সর্বজনীন বার্তা। আবৃত্তি, নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে আমরা মানুষের সৃজনশীল শক্তিকে উদযাপন করেছি, অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা এবং আত্মবিশ্বাসী শুভ সুন্দর হয়ে উঠতে আন্তরিকভাবে আহ্বান জানিয়েছি। বিদ্রোহী সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে, লিঙ্গবৈষম্যসহ সমস্ত গোঁড়ামির বিরোধিতা ও প্রেম, স্বাধীনতা এবং বিপ্লবের আহবান।
পোলাক,বলেন, এই প্রয়াসটি হল আত্ম-জাগরণ। এটি আপনাকে মর্যাদা এবং সম্মানের সাথে উঠতে শেখায়, আত্মমর্যাদার অধিকারী হওয়ার এবং প্রতিটি দুর্বলতা, প্রতিটি অসম্মানকে পরিত্যাগ এবং বিদ্যমান সামাজিক ব্যবস্থার সমস্ত মন্দ অবজ্ঞার ঊর্ধ্বে উঠার আহ্বান জানায়।
বিদ্রোহীর কল্পক শিল্পী স্বপ্নীল সজীব,ভিডিও পরিচালনা করেছেন রনি সারাফাত।
আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো আমাদের ভাষা আন্দোলনের সীকৃতিস্বরূপ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে।