দৈনিক প্রত্যয় ডেস্কঃসারারাত অপেক্ষার পর নদীতে ভেসে উঠল নিখোঁজ যুথীর মরদেহ। সোমবার (৮ জুন) নদীতে মামার সঙ্গে গোসল করতে যায় যুথী। কিন্তু হঠাৎ করে মামার গোসল করা অবস্থায় স্রোতে ভেসে যায় শিশু যুথী। অনেক খোজঁখুজির পর অংশ নেয় ডবুরি দল; তাদের চেষ্টাও বিফলে যায়।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার মেয়র আজাদ ফুট ব্রিজের নিচে পিলারের সঙ্গে আটকা অবস্থায় যুথীর লাশ উদ্ধার করা হয়। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায়।
যুথীর বাবা কবির হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে নদীতে গোসল করতে গিয়ে জলের তীব্র স্রোতে তলিয়ে যায় যুথী। পরে স্থানীয়রা ও রংপুরের ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকার লোকজন নদীতে মেয়র আজাদ ফুট ব্রিজের নিচে পিলারের সঙ্গে আটকা অবস্থায় ভাসতে দেখে খবর দিলে সেখানে গিয়ে যুথীর মরদেহ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ ব্যাপারে অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডিপিআর/ জাহিরুল মিলন