ধর্ম ডেস্ক: আবু সাইদ খুদরি (রা.) বলেন, আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে একজন নারী এসে বলল, হে আল্লাহর রাসুল! পুরুষরা আপনার বাণী শুনে উপকৃত হচ্ছে, আপনি আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন, যেদিন আমরা আপনার কাছে উপস্থিত হব। আপনি আমাদেরকে ওসব কথা শোনাবেন, যা আল্লাহ আপনাকে বলেছেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদেরকে দিন ও স্থান নির্ধারণ করে উপস্থিত থাকতে বললেন।
সে অনুযায়ী নারীরা একত্রিত হলো। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদেরকে ওসব কথা শিক্ষা দিলেন, যা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। একপর্যায়ে তিনি বললেন, তোমাদের মধ্যে যার তিনটি সন্তান তার আগে মৃত্যুবরণ করেছে, তারা তার ও জাহান্নামের মধ্যে আড়াল হবে।
এ কথা শুনে তাদের একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল! যদি দুসন্তান মৃত্যুবরণ করে? সে কথাটি তিনবার বলল।
আল্লাহর রাসুলও (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনবার বললেন, যদি দুজনও হয়, দুজনও হয়, দুজনও হয়।
সূত্র: সহিহ বুখারি, সহিহ মুসলিম