নিজস্ব প্রতিবেদক: গতকাল বুধবার (৩১ জানুয়ারি) হওয়া নিউ ইয়ার কনসার্টে মাদকের আসর বসলেও প্রক্টরিয়াল বডি কিংবা আইন শৃঙখলা বাহিনীর সদস্যদের দেখা পাওয়া যায় নি।এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে মাদকসেবন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে প্রকাশ্যে গাঁজা সেবনের জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করে শিক্ষার্থী মহসিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় বহিরাগতদের মাদক নিয়ে আসতে বাঁধা দিতে পারেনি।যদিও এটি উন্মুক্ত কনসার্ট ছিল যেখানে এসব অহরহ হয়।তবুও প্রক্টরিয়াল বডিকে আরো সজাগ থাকা উচিত ছিল।
আমরা একজন নেশা সেবনকারী সাথে কথা বলি,সে বলে কনসার্টগুলোতে গাঁজা বা নেশাদ্রব্য সাধারণ বিষয়।এ বিষয়ে সকলে জানে, তবু না জানার ভান করে।যারে আমরা বলি চোখ থাকিতে অন্ধ।
আরেক শিক্ষার্থী তোহিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার হবে তা স্বাভাবিক। কিন্তু এটা কেমন সংস্কৃতি জানি না! একদিকে গান চলতেছে অন্য দিকে গোল হয়ে বসে গাঁজার আসর চলতেছে। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য অস্বস্তিতে পড়তে হচ্ছে। প্রশাসনের এদিকে দেখার উচিত ছিল।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মার্জিয়া সুলতানা মুন বলেন, মাদকসেবীদের কারণে একদিকে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশ; আরেক দিকে অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষক-শিক্ষার্থীদের পড়তে হচ্ছে অস্বস্তিকর অবস্থায়। এমনকি পরিবারের লোকজনকে নিয়ে এসেও বিব্রত হতে হচ্ছে আমাদের।
সেন্ট্রাল ফিল্ডে অবাধে মাদকসেবনের পরেও প্রক্টরিয়াল বডির অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমাদের সামনে এখনো কাউকে মাদক সেবন করতে দেখি নি। কাউকে পেলে আমরা ব্যবস্থা নিবো। প্রক্টরিয়াল বডির সদস্যরা মাঠে বিষয়টি দেখছেন।