এম এইচ সামাদ, নেত্রকোনা প্রতিনিধি:সম্প্রতি করোনা ভাইরাস ও রমজান মাস বিবেচনা করে বিভিন্ন বাজারগুলোতে বছরের অন্যান্য সময়ের মতো রমজানের নিত্যপ্রয়োজনীয় ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে ও মানসম্মতভাবে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।কোন পরিস্থিতিতে যেন নিত্যপণ্যের বাজার যাতে অস্থির হতে না পারে সে জন্য কৌশল নির্ধারণ করা হচ্ছে ।
রমজানে বাজার দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করছে নেত্রকোনা জেলা প্রশাসন । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাজার দর মনিটরিং অভিযানে নেমেছেন বারহাট্টা উপজেলা এসিল্যান্ড , সাদিয়া উম্মুল বানিন , আনুমানিক দুপুর একটায় বারহাট্টা উপজেলার বাউশি বাজারে যান । সেখানে ফল, সবজি, মাছ ,মুরগি ,সহ নিত্যপণ্যের বাজার ঘুরে দেখেন তিনি ,এ সময় চয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে আট হাজার আটশত টাকা জরিমানা আদায় করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ,পণ্যে মূল্য তালিকা, না প্রদর্শন করায় ,মুরগি, গরু ,মানুষের ,কাবার সহ সব একসঙ্গে রাখায় ,মেয়াদ উত্তীর্ণ পণ্য ,এবং অনুমোদনহীন পণ্য, বিক্রি করার জন্য এসময় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন। দোকানে মূল্যতালিকা নির্দিষ্ট দৃশ্যমান স্থানে রাতে, ডিজিটাল ওজন পরিমাপ মেশিন স্থাপন ,পরিষ্কার-পরিচ্ছন্নতার, রাখা সহ এবং পবিত্র রমজানে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেন।
এছাড়া নিত্য ভোগ্য পণ্যের দাম বেশি না রাখতে এবং সবজির দাম পাইকারি ও খুচরা বাজারের সাথে সামঞ্জস্য রাখতে একাধিক দোকানিকে সতর্ক করেন।তিনি আরো বলেন প্রশাসনের দেয়া মূল্য তালিকা না মেনে অবৈধভাবে যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করেন । তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বারহাট্টা উপজেলার প্রত্যেকটা বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য তালিকা ঠিক রাখতে জেলা প্রশাসনের ব্রাহ্মণ মোবাইল কোর্ট টিম সব সময় মাঠে থাকবে।