এম এইচ সামাদ,নেত্রকোনা:
করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রান্ত আপডেট ৩১ মে ২০২০
আজ ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
প্রাপ্ত ১১২টির মধ্যে শনাক্তকৃত ২০জন।
(শনাক্তকৃতদের ১৭জন পুরুষ ও ০৩জন নারী)
উপজেলা ভিত্তিক শনাক্তকৃতদের তথ্য
১। কেন্দুয়া উপজেলায়- ০৮জন।
*কৃষি ব্যাংক, সাহিতপুর শাখা-২জন।
*অগ্রনী ব্যাংক, কেন্দুয়া শাখা- ৫জন।
*সোনালী ব্যাংক, কেন্দুয়া শাখা-১জন।
২। আটপাড়া উপজেলায়-৪জন।
*স্বাস্থ্য কর্মী-১জন।
*আটপাড়া, বানিয়াজান-৩জন।
৩। সদর উপজেলায়-২জন।
*জেলা প্রশাসকের কার্যালয়-১জন।
*আতকাপাড়া, লক্ষীগঞ্জ-১জন।
৪। বারহাট্টা উপজেলায় -১জন।
*ফকিরের বাজার, রায়পুর, বারহাট্টা।
৫। পূর্বধলা উপজেলায়- ৪জন।
*পূর্বধলা বাজার-২জন।
*রওশনারা রোড-১জন।
*গার্লস স্কুল রোড-১জন।
৬। খালিয়াজুরী উপজেলায় ১ জন।
*জিয়াখড়া, খালিয়াজুরী।
আজ পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ৩৬৫৩টি।
আজ পর্যন্ত ৩৫১৩টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় শনাক্তকৃত সর্বমোট ২৪১জন।
আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭জন।
আজ পর্যন্ত মৃত্যু- ০২জন।
ঘরে থাকুন,নিরাপদ থাকুন।
সিভিল সার্জন
নেত্রকোণা।