ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের সদরপুরের পদ্মা নদীতে ট্রলার ডুবিতে পাচঁ শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ পাঁচ শ্রমিকের মধ্যে দুজনের বাড়ি সদরপুরে, বাকি তিন জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে। এদের মধ্যে সদরপুর উপজেলার নিখোঁজ দুজন হলেন-পিয়াজখালী এলাকার রুবেল ব্যাপারী (২৫) ও তার চাচাতো ভাই শহীদুল ব্যাপারী (২২)। এছাড়া চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮) ও আব্দুর রাজ্জাক (৪০) নিখোঁজ হন।
সদরপুরের উপজেলা নির্বাহী কমকতা পূরবী গোলদার বলেন, সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট্র একটি ট্রলারে ২৩ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে রওনা হন। এরপর ট্রলারটি মাঝ পদ্মা নদীতে গিয়ে ডুবে যায়। এ সময় ট্রলারের অন্য যাত্রীরা তীরে উঠে আসলেও সদরপুরের দুজন ও চুয়াডাঙ্গা জেলার তিন জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও ৫ জনকে পাওয়া যাচ্ছে না। এখন মানিকগঞ্জ থেকে তিন জনের একটি ডুবরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেবেন।