বিশেষ সংবাদদাতা,কলকাতা:
ফের সরব হল পশ্চিমবাংলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের কাছ থেকে কোনও রকম সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করে শনিবারও দক্ষিণবঙ্গে পর্যবেক্ষণে থাকা দলের প্রধান অপূর্ব চন্দ্র দুটি কড়া চিঠি দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহাকে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আসা দুটি প্রতিনিধি দলেরই অভিযোগ একই। শুধু তাই নয়, এ ভাবে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অগ্রাহ্য করছে বলে তাদের বক্তব্য।
এর আগে মুখ্যসচিবকে দেওয়া চারটি চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি বলে এদিন চিঠিতে অভিযোগ করেছেন অপূর্ব চন্দ্র। রাজ্য প্রশাসন যে তাদের কোনও রকম সহযোগিতা করছে না, সে কথাও তিনি স্পষ্ট উল্লেখ করেছেন সেই চিঠিতে। অপূর্ববাবু লিখেছেন, ‘মাত্র আধঘণ্টার নোটিশে পরিদর্শনে যেতে হচ্ছে গোটা টিমকে। সাহায্যের জন্য সিনিয়র অফিসার কাউকে পাঠাতে বলা হয়েছিল মুখ্যসচিবকে, কিন্তু পাঠানো হচ্ছে জুনিয়র র্যাঙ্কের অফিসারকে।’ তিনি পরিষ্কার জানিয়েছেন, পুলিশের অনুপস্থিতিতে তাঁদের বিপদ হলে দায়িত্ব নিতে রাজ্য তৈরি তো? সে ক্ষেত্রে বিএসএফ–এর সিদ্ধান্তই কি চূড়ান্ত বলে বিবেচিত হবে?
একই সঙ্গে নিজামুদ্দিন থেকে ফিরে আসা ব্যক্তিদের সম্পর্কেও তাঁরা বিস্তারিত জানতে চেয়েছেন রাজ্যের কাছে। চিঠিতে মুখ্যসচিবের একটি কথার ব্যাখ্যাও জানতে চাওয়া হয়েছে। এর আগে মুখ্যসচিব জানিয়েছিলেন, সিনিয়র অফিসার তাঁদের সঙ্গ দিয়ে সময় নষ্ট করতে পারবেন না। সেই প্রসঙ্গ তুলে দলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, এই বক্তব্যের মাধ্যমে কি স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা লঙ্ঘন করা হচ্ছে না?
উত্তরবঙ্গে থাকা কেন্দ্রীয় দলও রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট। মুখ্যসচিব রাজীব সিনহার পাশাপাশি জলপাইগুড়ির ডিভিশনার কমিশনারকে চিঠি লিখেছেন দলের প্রধান বিনীত যোশি। তিনি চিঠিতে লিখেছেন, ‘পরিস্থিতি দেখতে যে সাহায্য রাজ্যের কাছ থেকে পাওয়ার কথা ছিল, তা পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আরও বেশি ফিল্ড অফিসার দরকার ছিল। কিন্তু দেওয়া হচ্ছে না।’ পর্যাপ্ত তথ্যও তাঁদের দেওয়া হচ্ছে না তিনি অভিযোগ করেছেন।