পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে জুতাপেটা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার বলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চামি গ্রামে ওই তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের এ ঘটনা ঘটে।
নির্যাতনকারী মাল্টা বাগানের মালিক ওই গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মিয়া (৬০)। নির্যাতনের শিকার শিশুরা হলো- একই গ্রামের আইনুলের ছেলে স্বাধীন, আলাউদ্দিনের ছেলে তাওহীদ ও শাহিনের ছেলে নাহিদ। তাদের প্রত্যেকের বয়স ১২-১৩ বছরের মধ্যে এবং তারা চতুর্থ শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি মুরগির ফার্মে কাজ করে। ওই তিন শিশু শনিবার সকালে জব্বার মিয়ার বাগান থেকে নয়টি মাল্টা চুরি করে। এ সময় বাগান মালিকের ছেলে তাদের ধরে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে তার বাবা জব্বার মিয়াকে খবর দেয়। পরে জব্বার মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশুকে মারধর করে নিজ বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে জুতাপেটা করে। যার চিত্র মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় স্থানীয়রা।
এদিকে মাল্টা বাগানের মালিক আ. জব্বার মিয়া জানান, আমি তিন বছর ধরে মাল্টার বাগান করে আসছি। গাছে মাল্টা ফলাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু শনিবার সকালে ওই তিন শিশু বাগানে প্রবেশ করে দীর্ঘ পরিশ্রমের ফসল মাল্টা চুরি করে। তাই রাগের মাথায় তাদের ধরে জুতাপেটা করেছি। এর বেশি কিছু নয়!