আলি হায়দার,কিশোরগঞ্জ থেকেঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব থানা পুলিশের কথিত এক সোর্স রজব আলি (৪৮) সহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।
পুলিশ সূত্র থেকে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দিবাগত মধ্যরাতে ভৈরব পৌর শহরের কমলপুর ও কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুইটি অভিযান পরিচালনা করে এই তিন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রজব আলি (৪৮) তার বাড়ি ভৈরব সদর কমলপুর। ফয়সাল (৪০) তার বাড়ি ভৈরব সদর কমলপুর। ফালান (৩৮) তার বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চারকান্দা। পিতার নাম কালু মিয়া।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আলি মোহাম্মদ রাশেদ জানান, আটককৃত রজব আলি ভৈরব থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কিন্তু সোর্স হলেও সে একজন অপরাধী। গাঁজা বিক্রির সময় তাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। এ-সময় ক্রেতা ফয়সাল মিয়াকেও আটক করা হয়।
এরপর কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় আরেক অভিযান পরিচালনা করে ফালন নামক এক মাদক ব্যাবসায়ীকে এক কেজি গাঁজাসহ গাঁজা আটক করা হয়। এদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হওয়া পর, তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।