বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কিডনি এবং বার্ধক্যজনিত জটিলতা নিয়ে ৮৬-বছর বয়স্ক মি. ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মি. ইমাম ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক এবং রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিগত তিনটি সাধারণ নির্বাচনে – ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে – মি. ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
উনিশ’শ একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মি. ইমাম প্রবাসী সরকারের ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এইচ টি ইমাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।পরবর্তীতে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে উন্নয়ন প্রশাসনে ডিগ্রি লাভ করেন।
সূত্র :বিবিসি বাংলা।
আরও পড়ুন
আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু