প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সিলেট সফর পূর্ব নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই শুক্রবার
সিলেট প্রতিনিধি ঃ আসছেন।মন্ত্রীর পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টার ফ্লাইটে সিলেট আসার কথা থাকলে ইউএস বাংলার পূর্বনির্ধারিত ফ্লাইটটি এক ঘন্টা এগিয়ে সকাল সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসবে বলে জানা গেছে। তবে মন্ত্রীর সফরসূচির অন্যান্য কর্মসূচি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী হবে বলে জৈন্তা বার্তাকে নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম। উল্লেখ্য, মন্ত্রীর দুই দিনের সফরসূচির মধ্যে রয়েছে ১৯ মার্চ সকাল ৭টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন। পরে সেখান থেকে সরাসরি কোম্পানিগঞ্জে ইমরান আহমদ কারিগরি কলেজ-এর উন্নয়ন কার্যক্রম পরিদর্শন যাবেন।
আরও পড়ুন : নকলের দায়ে সাত কলেজের ৯৬ শিক্ষার্থী বহিষ্কার
এদিন বিকেল ৪টায় মন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু উৎসব ২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। পরদিন শনিবার সকাল ১০টায় মন্ত্রী গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে মন্ত্রী গোয়াইনঘাটের রাধানগর, জাফলং মামার দোকানের রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। বেলা ২টায় মন্ত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নস্থ লক্ষ্মীপ্রসাদ কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করবেন। বিকেল ৪টায় মন্ত্রী রামনগর – রাতারগুল রাস্তার উদ্বোধন করবেন |
এদিন বিকেল ৫টায় নন্দীরগাও ইউনিয়নে দরিদ্র ও ভূমিহীনদের ১০০ ঘর নির্মানের স্থান পরিদর্শন করবেন। পরে সন্ধা ৭টা ৪০ মিনিটে মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।সফরকালে মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর এবং মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।
রিপোর্ট মোঃ শাহীন আহমদ. সিলেট
আরও পড়ুন : বান্দরবানের শ্রেষ্ট লামা থানা ২০২১ নির্বাচিত