নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ক্রসেডার রাষ্ট্র ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মানবতার মুক্তিরদূত বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহামানব প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিএ প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে বনানী-মহাখালী এলাকার নবীপ্রেমিক সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে মহাখালী ওয়ারলেস গেট মোড়ে এলাকার বিভিন্ন মসজিদ থেকে দলে দলে বিক্ষোভ মিছিলে যোগদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান মুসুল্লিরা। বিক্ষোভ মিছিলটি জনস্রোতে পরিনত হয়।
এসময় বক্তারা ঈমানী চেতনায় ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগীতায় প্যারিসে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা করা হচ্ছে। বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে এটা চরম আঘাত, প্রিয় নবীর অবমাননা সহ্য করা হবেনা। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।
বিক্ষোভ মিছিলটি ওয়ারলেস গেট থেকে মহাখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিল।