ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম থাকায় লাভবান কৃষকরা। কম্বাইন্ড হারভেস্টর মেশিনের সাহায্যে অল্প সময় ও কম খরচে জমির ধান কাটা ও মারাই করতে পেরে খুশি তারা। এদিকে আমন চাষে সব ধরনের সহযোগিতা দিয়েছে কৃষিবিভাগ।
আমন ধান কাটায় ব্যস্ত ফরিদপুরের কৃষকরা।জেলার তাম্বুলকানা বীজ উৎপাদন খামারে চলতি মৌসুমে উচ্চ ফলনশীল চার জাতের ধানের চাষ হয়েছে। এছাড়া জেলার ৯টি উপজেলায় অন্যজাতের আমন ধানেরও ব্যাপক চাষ হয়। এখন চলছে ধান কাটার কাজ।
খরচ কমাতে কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটছেন চাষিরা। অল্প সময়ে বেশি জমির ধান কাটতে পারায় খুশি তারা। এবার জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে, দামও ভাল পাচ্ছেন চাষীরা। বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১১শ’ থেকে ১২শ’ টাকায়।
এদিকে আমন চাষে চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হয় কৃষিবিভাগ থেকেও। জেলায় চলতি মৌসুমে ৭০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।