1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ফ্রান্সে বসবাসকারী নিয়মিত ও অনিয়মিত অভিবাসীদের ভরসার স্থান প্রতিষ্ঠান ‘আমান কনসালটিম’

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৭৪৩ Time View

মুহাম্মদ আলমাহিন হোসাইন শিমুল,প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: গত ৩ বছর ধরে নিয়মিত কাজ করে আসছে ফ্রান্সে বসবাসকারী অভিবাসীদের নিয়ে এ প্রতিষ্ঠানটি, এর সফলতা গত কয়েক বছর ধরে চোখে পরার মতো শতশত অনিয়মিত অভিবাসী মানুষদের ৩/৫/৭/১০ বছরের আওতায় পেপারর্স পেতে পূর্ণ সহযোগী ও খুবই ভালো সার্ভিস প্রদান, হাজার-হাজার মানুষের ফ্রান্সের অনলাইন সোসাইল মিডিয়া গুলোতে বহু মানুষের খুবই পজিটিভ উপকারী মতামত এই প্রতিষ্ঠানটির পক্ষে, প্রতিষ্ঠানটির স্লোগান support in your steps এই লক্ষ্যকে ধারন করে অসাধারণ ভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এ প্রতিষ্ঠানটি , আমান কনসালটিমের কর্ণদ্বার বাংলাদেশী বংশদ্ভূত একজন ফরাসী ও বাংলাদেশী, তিনি বাংলাদেশের দোহার এলাকার কৃতি সন্তান আজমীর ইয়ান আহমেদ (আমান), আজ পর্যন্ত এযাবৎকালে সফলতার সহিত খুবই চমৎকারভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন ফ্রান্সে বসবাসরত অভিবাসীদের জন্য।
এ প্রতিষ্ঠানটি ফ্রান্সের প্যারিসের বাঙ্গালীদের প্রাণ কেন্দ্র গার্দে নর্থ এলাকায় অবস্থিত 14 rue des petits hôtels
75010 Paris। এ প্রতিষ্ঠানটি সহনীয় নাম মাত্র পারিশ্রমিকে মানুষের প্রযোজনীয় কাজ গুলো করে থাকেন।

এছাড়াও প্রতিষ্টানটির সুনাম অর্জিত হয়েছে যে সমস্ত কার্যাবলীর দ্বারা মানুষের খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পাদন করেছেন তারমধ্যে উল্লেখ্যযোগ্য হলোঃ
→অনুবাদ (আসসারমানতে বা নরমাল )
→ইমিগ্রেশন (ফ্রান্সের সকল প্রিফেকচারে কাগজ জমা করতে সহায়তা )
→ফরাসী নাগরিকত্বের জন্য আবেদন প্রক্রিয়া।
→পরিবার পুনর্মিলনের জন্য আবেদন।
→ট্যাক্স (এমপো), সোশ্যাল হাউসিং, কাফ , এবং অন্যান সকল প্রশাসনিক বিষয়ে সহায়তা।
এছাড়াও এ প্রতিষ্ঠানে চলমান সামগ্রীক এই সকল কাজ গুলো সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্ণদ্বার আজমীর ইয়ান আহমেদ (আমান) বলেনঃ প্রতিনিয়ত গ্রাহকদের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন তাদের পাশে থাকা একটি পেশা, আমরা গ্রাহকদের গণ সেবা থেকে কাজের মানের দিকে অধিকতর গুরুত্ব দিয়ে থাকি, সঠিক পরামর্শ ও সেবা দিয়ে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য আমান কনসালটিম সর্বদা চেষ্টায় থাকবে আপনাদের পাশে থাকার।
ফ্রান্স/ইউরোপ অথবা দেশ/ বিদেশে আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন নিম্নে দেওয়া তথ্য গুলোতেঃ
Contacts: 07 67 88 81 22, 01 44 79 04 89, 14 rue des petits hôtels, 75010 paris.
amanconsultimm@gmail.com
amanconsultrad@gmail.com

প্রবাসে তথা ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশীর জন্য দিনদিন ভরসার প্রতীক হয়ে উঠেছে এ প্রতিষ্ঠানটি। বিশেষ করে বাংলাদেশী বাংলা ভাষাভাষী মানুষের কাছে আস্থার একটি স্থান ফ্রান্সের প্যারিসে অভিবাসীদের নিয়ে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান “আমান কনসালটিম”

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..