বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর বাসস্ট্যান্ড হইতে ১৭০০( একহাজার সাতশত) পিচ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার।
জেলা পুলিশ জানায়, বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গতকাল ১৯ জুলাই বিকাল ১৬.৫৫ ঘটিকার সময় শেরপুর থানাধীন মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৭০০(সতের শত) পিস ইয়াবাসহ আসামী ১. মোঃ রাজিব ব্যাপারী(৩৪), পিতা-মৃত কিয়ামদ্দিন, সাং-লক্ষীপুর (ছিলারচর), থানা ও জেলা-মাদারীপুর, ০২। মোঃ সজিব শেখ(২১), পিতা-মোঃ রাজেক আলী ও ৩। মোঃ মেহেদী হাসান (২০), পিতা-মোঃ হামিদ শেখ, উভয় সাং-ভাটারা (গোলায়পাড়া), থানা-শেরপুর, জেলা-বগুড়াদের গ্রেফতার করা হয়।
ডিবির ওসি আসলাম আলী জানান, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বগুড়ার ডিবি পুলিশ। তিনি সকলকে তথ্য দিয়ে পাশে থাকার আহবান জানান। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গতকাল বগুড়ার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।