বগুড়ার সংবাদদাতাঃ রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ রাখার দায়ে বগুড়ার মালতীনগর এ অবস্থিত মৌসুমি ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান এর নেতৃত্বে একটি দল শহরের মালতীনগর এর শ্রী মধু সূদন চক্রবর্তী, পিতাঃ মৃত সুবেন্দ্র কুমার চক্রবর্তী এর মালিকানাধীন মৌসুমি ফার্মেসীতে অভিযান পরিচালনা করে। সেখানে রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ রাখার অপরাধে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ এর ২৭ ধারায় অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করে। মামলা নাম্বার ১০০/২০২০, বগুড়া সদর, বগুড়া।