বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার শিবগঞ্জের থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত গরুচোর ও ৮ টি মামলার পলাতক আসামীকে শুটারগান ও গুলিসহ গ্রেফতার করেছে।
শিবগঞ্জের নবাগত ওসি এস এম বদিউজ্জামান জানান যে, গতকাল ১২.০৭.২০২০ তারিখ সন্ধ্যা প্রায় ৭ টার সময় অত্র থানাধীন মহাস্থান এলাকা হইতে শিবগঞ্জ থানার মামলা নম্বর ৫৪(১১)২০১৯ ধার- ৩৯৯/৪০২ দঃ বিঃ এর ওয়ারেন্টভুক্ত আসামী, এলাকার কুখ্যাত গরুচোর এবং আটটি মামলার পলাতক আসামী মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে নুর আলম (৩৮) পিতা – পিতা মৃত দেলোয়ার হোসেন সাং- দোপাড়া থানা শিবগঞ্জ জেলা -বগুড়া কে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে এলাকায় তার দলবল নিয়ে গরু চুরি করে এবং তার কাছে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। রাত ২.৪৫ মিনিট এর সময় এস এসআই মুস্তাফিজ এবং এসআই ইমরানসহ তার বাড়িতে গেলে তার বাড়ির ছাদের উপর ইটের স্তুপ হইতে দেশী তৈরী একটি ওয়ান শুটার গান এবং ২টি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তিনি বরাবরের মতো হুশিয়ারি করে বলেন যে, সন্ত্রাস, চাদাবাজ ও মাদক কারবারিদের শিবগঞ্জে ঠাই হবে না।