বগুড়ার সংবাদদাতাঃ গত ২৪ ঘন্টায় শিবগঞ্জ থানা এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র একত্রে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল, তিন লিটার লিকুইড ফেনসিডিল, ২(দুই) কেজি গাঁজা এবং ২০ গ্রাম হেরোইনসহ ৮ জনকে আটক করা হয়েছে।
জানা যায় যে, গত ২৪ ঘন্টায় শিবগঞ্জ থানা এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র একত্রে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে তারা বিভিন্ন স্থান থেকে নিম্নবর্নীত আসামীদের গ্রেফতার করে। আসামীরা হলঃ (১) মোঃ ফরহাদ হোসেন ওরফে বক্তিয়ার ( 32) পিতা- মোঃ মুজিব, গ্রাম – চাত্রীশিরা, থানা- আগৈলঝাড়া, জেলা- বরিশাল। (২) মোছাঃ রুপা বেগম (19) পিতা মোঃ মোশারফ, গ্রাম- পাংশা, থানা- বাবুগঞ্জ,জেলা- বরিশাল কে ৩০ বোতল ফেন্সিডিলসহ।
(৩) মোঃ সানাউল ইসলাম ওরফে সানা ( 29) পিতা-মৃত জয়নাল, সাং- বয়রা, (৪) মোহাম্মদ জাহাঙ্গীর (২২),পিতা মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- মনিদহ উভয় থানা ও জেলা- পাবনা কে দুই কেজি গাঁজাসহ। (৫) মোসাম্মৎ রহিমা বেগম ( 43) স্বামী মোঃ আব্দুল মতিন, সাং- দক্ষিণ বাসুদেবপুর থানা হাকিমপুর জেলা দিনাজপুর কে (30) বোতল ফেনসিডিলসহ । (৬) মোঃ বুলু মন্ডল 30 পিতা মৃত সিরাজ মন্ডল গ্রাম পূর্ব জগন্নাথপুর থানা বিরামপুর জেলা দিনাজপুর কে ২০ গ্রাম হেরোইনসহ (৭) মোঃ খাজা মঈনুদ্দীন ওরফে রোমান (38) পিতা মোঃ আলমগীর হোসেন,সাং- জাহাজ কোম্পানি থানা – কোতোয়ালী জেলা দিনাজপুর কে তিন লিটার লিকুইড ফেন্সিডিলসহ (৮) মোসাম্মৎ মমতা বেগম (35), সৃবামি – মোঃ বিল্লাল গ্রাম- পার্বতীপুর, থানা- গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা কে 15 বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার ওসি বদিউজ্জামান জানান যে, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।