নিজস্ব প্রতিনিধি উত্তরবঙ্গঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা বিভাগ ডিবির অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া অদ্য বুধবার ২৬-০৮-২০২০ তারিখ বগুড়া সদর থানাধীন বারপুর মোড়স্থ ধরমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ২০০(দুইশত) পিচ ইয়াবাসহ ১. মোঃ আনছার আলী ওরফে সাগর (২৯), পিতা আহম্মেদ আলী, সাং ফুলবাড়ী উত্তরপাড়া, ২. মোঃ মাসুম প্রামানিক (২৮), পিতা মোঃ কুদ্দুস আলী, সাং ধরমপুর বাজার পূর্বপাড়া, ৩. মোঃ মনোয়ার হোসেন ওরফে মোহন (৩৩), পিতা মোঃ হারুন অর রশিদ, সাং মাটিরডালি করতোয়া পাড়া (জনৈক আঃ হামিদ এর বাসার ভাড়াটিয়া) (ভাসমান), ৪. মোঃ আরিফুল হক (২৮), পিতা মোঃ এনামুল হক, সাং বাদুরতলা আদর্শ স্কুলের সামনে (মতিন হাজীর বাসার ভাড়াটিয়া) (ভাসমান), সর্ব থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ১নং মোঃ আনছার আলী ওরফে সাগর (২৯) এর নামে পূর্বে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনসহ দ্রুত বিচার আইনে ০৫টি মামলা ও ৩নং মোঃ মনোয়ার হোসেন ওরফে মোহন (৩৩) এর নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০২টি মামলা রয়েছে বলে জানান জেলা গোয়েন্দা বিভাগ ডিবির অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আছলাম আলী পিপিএম।