বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ায় পূর্বপরিকল্পিত সিএনজি ছিনতাই ঠেকালো সদর থানার টহল পুলিশের একটি টীম। এ ঘটনায় ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, বগুড়া সদরের ধাওয়াপাড়ার দুদু মিয়ার ছেলে নাঈম প্রাং (২০), নারুলী তালপট্টির তাজুল ইসলাম সাজুর ছেলে পাপ্পু আকন্দ (২২), নারুলী মধ্যপাড়ার সাজু প্রাং এর ছেলে রবি প্রাং (২৫)।
বগুড়া সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাত ৯টায় বগুড়া সদর থানাধীন ছাতিয়ান বগুড়া গ্রীন রিসোর্ট পার্কের সামনে এ ছিনতাই চেষ্টার ঘটনাটি ঘটে। ছিনতাই চেষ্টা কালীন সময়েই টহল পুলিশের উপস্থিতিতে ১ ছিনতাইকারীকে আটক করা হয়। পরে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির এর নির্দেশনায় সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা ও থানার নারুলী ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম উপ-পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আরও ২ জনকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চত করেছে।রেজাউল করিম রেজা আরও জানান, আসামীদের নামে মামলা দায়ের করা হয়েছে।