ওয়েব ডেস্ক: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর আগ্রাবাদস্থ ডাল্লার মাঠ হয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুকন্যা টানা ১৪ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে উচ্চতায় উন্নীত করেছেন তা অনেকের কাছে ঈর্ষণীয়। তাই নানাভাবে ষড়যন্ত্র চলছে। একুশ বছর ধরে ৭১ এর পরাজিত শক্তি বাঙালিকে জিম্মি করে রাখলেও, তারা সাময়িক ইতিহাস বিক্রিত করলেও নতুন প্রজন্ম আজ সত্যিকার ইতিহাস জানতে পারছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ।
তিনি আরও বলেন, ২০৩০ সালে বাংলাদেশকে সম্পূর্ণ দারিদ্র বিমোচন ও ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে ধাপে ধাপে প্রচেষ্টা চলমান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্ববাসী এ কথা জানলেও আমাদের ব্যর্থতা একটাই, আমরা দেশবাসীকে এই সাফল্যের বার্তা পৌঁছে দিতে পারিনি।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের মূল অস্তিত্ব হলো আওয়ামী লীগ এবং আমাদের অস্তিত্ব ঠিক থাকলে দল দেশ ও জাতির কল্যাণ হবে। তাই সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের কোনো বিকল্প নাই।