আরাফাত রায়হান, চবি প্রতিনিধিঃ কুষ্টিয়া ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে আজ সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় তারা অতি দ্রুত ভাষ্কর্য ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির, চবি ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, চবি ছাত্রলীগের নেতা শাহরিয়ার সৌরভ, চবি ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক শায়ন দাস গুপ্ত, চবি ছাত্রলীগের নেতা আলতাপ, নাঈম, সুজয়, সাদাফ, তায়েফ, ইখলাস, রাব্বি, ওসমান, সৌমেন, ইয়াসিন, আরিফ, শাকিল, প্রদীপ, মেজবাহ সাদি, রমজান সহ শতাধিক নেতা কর্মী।