প্রত্যয় ডেস্ক, চবি প্রতিনিধিঃ“ছাত্রলীগের শরীরে একবিন্দু রক্ত থাকতে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং নওফেল ভাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দিবে না” – চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু ‘শেখ মুজিবুর রহমান’ এর ভাস্কর্য নির্মাণ নিয়ে স্বাধীনতা বিরোধী ও উগ্র মৌলবাদী গোষ্ঠীর ধর্মীয় ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে “মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
মির্জা সাদাফ খবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ চবি শাখার সভাপতি’রেজাউল হক রুবেল’। তার বক্তব্যে বলেন, বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধুর ভাষ্কর্য কে স্যালুট দিয়ে চলতে হবে। “১৯৮১ সালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল তখন এই চট্টলার মাটি ও মানুষের নেতা এবি এম মহিউদ্দিন চৌধুরী তা রুখে দিয়েছিলেন। এই ২০২০ সালে এসেও এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান চট্টলরত্ন ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা নিয়ে যে ষড়যন্ত্রের বেড়া জাল সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে বীর চট্টলার ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, আওয়ামীলীগ একত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেকোনাে ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান জিয়া-সবেক সহ সভাপতি-চবি, মো: হানিফ- হাটহাজারী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা, হাশেম-মির্জাপুর ইউনিউন যুবলীগের সভাপতি, ওসমান গণি- আহ্বায়ক, শ্রমিকলীগ, এনাস- যুবলীগ নেতা, রুবেল – যুগ্ম-আহ্বায়ক, কাতার আওয়ামী যুবলীগ, নূর মোহাম্মদ বাচ্চু- সাবেক সদস্য, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মিজান – প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আবু মিয়া – সাবেক প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জয়নাল আবেদীন- সভাপতি, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ, গাজী ইরফান- আইন বিষয়ক সম্পাদক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ, টুটুল করন- যুগ্ম-সাধারণ সম্পাদক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ, খোরশেদ জুয়েল – সাংগঠনিক সম্পাদক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ। এছাড়াও উক্ত সমাবেশে মোঃ আব্দুল্লাহ-আল-নাহিয়ান রাফি, নাজমুল এইচ সানি, আহসান হাবিব সোপান, আলতাফ হোসেন, আরিফ মাহমুদ,জোতিষ্ক চাকমা সহ আরাে প্রায় তিন শতাধিক নেতা কর্মী