সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ম বক্তব্যে রাখেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, খেলাধুলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অপেক্ষাকৃত আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও মেধাবী হয়ে থাকে। তাই নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষাসফর ও বিভিন্ন দিবসে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংস্কৃতিমনা, সুস্থ ও সুন্দর নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা।