বনানী প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় রাজধানীর বনানী থানা এলাকায় ধর্ষণসহ নারী নির্যাতন প্রতিরোধে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) মহাখালী সাততলা এলাকায় আয়োজিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে বনানী থানার অন্তর্গত বিট নং- ৫ এর ইনচার্জ বিশ্বজিৎ বলেছেন, ‘নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা প্রয়োজন। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে।’
এ সময় উপস্থিত ছিলেন, বনানী থানা ও বিট নং-৫ এর পুলিশের কর্মকর্তাগণ। এছাড়া এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..