বরগুনা প্রতিনিধিঃ বরগুনার এক আবাসিক হোটেলে ( ১২ জুলাই) রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সহ তিনজনকে আটক করেছে । এসময় কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটক কৃতরা হলেন বরগুনার বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল ও আক্কাস শরীফ।
অভিযানটি পরিচালনা করেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদূল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাজবীন হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার অপর দুই সহযোগী আক্কাস শরীফ ও মোহসিনকে আটক করা হয়।
এসময় ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। শহীদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে।