আরাফাত রায়হান, চবি প্রতিনিধি: শিক্ষা, শান্তি ও প্রগতির ধারক ও বাহক, উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করে৷
সকাল ১২ টায় জিরো পয়েন্ট থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী সহ বিশাল সমাবেশ নিয়ে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, মহিউদ্দিন চৌধুরী, নওফেল চৌধুরী, আল নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্য এর ফেস্টুন ব্যানার সহ আনন্দ র্যালী শুরু হয়। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য,
শুভ শুভ দিন,
ছাত্রলীগের জন্মদিন।
এই স্লোগানকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে স্লোগান স্লোগানে মুখরিত করে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে র্যালী শেষ হয়৷ র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ মুহুর্মুহু আতশবাজি ফুটিয়ে এক উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়৷ শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহকারে কেক কাটা হয়৷
এ বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানাই৷ বঙ্গবন্ধু আদর্শ, শেখ হাসিনার নীতি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জাতির সেবায় এগিয়ে যাবে, সংগ্রাম আন্দোলন ও রাজপথে জননেত্রী শেখ হাসিনার জন্য সবার আগে বাংলাদেশ ছাত্রলীগই সামনে এসে দাড়াবে, দেশরত্ন শেখ হাসিনা ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের হাতকে শক্তিশালী করবে৷ অন্যায়, অপশক্তি ও মৌলবাদীর বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা রাজপথে আছে থাকবে। মানুষের কল্যানে মানুষের পাশে আমরা সর্বদা ভাই হয়ে দাঁড়াব, একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাব৷
আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল আমিন রিমন, সাবেক সহ সভাপতি সুমন নাছির, সাবেক সহ সম্পাদক আল মামুন, সাবেক উপ গনযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক হেমায়েত হোসেন হিমু, সাবেক উপ আপ্যায়ন সম্পাদক সায়ন দাশ গুপ্ত, ছাত্রনেতা খন্দকার রফিক, আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি,আলতাফ হোসেন, আহসান হাবিব সোপান, মমিনুল ইসলাম মোহন, নাজমুল এইচ সানি, জাহিদুল, আছির সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ৷