বিশেষ সংবাদদাতা:
পশ্চিমবাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা হাজার পেরিয়ে গেল। শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১২৪ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৬৩ দিনে। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৯৩৯ জন। রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
এই তথ্যে দেখা যাচ্ছে, শেষ চারদিনে রাজ্যে সংক্রমিতের সংখ্যা একশোর ওপরেই রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। এর ফলে করোনা সংক্রমণে রাজ্যে মৃত্যু বেড়ে হয়েছে ১১৮ জন। রবিবার মৃত্যুর সংখ্যা ছিল ১১ জন। তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে। এ ছাড়া করোনা থাকলেও কো–মর্বিডিটিতে মারা গিয়েছেন ৭২ জন। ফলে করোনা সংক্রমিত ব্যক্তির মৃত্যুর মোট সংখ্যা হয়েছে ১৯০ জন।
এই তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে কলকাতার ১ হাজার জন রয়েছে। এই শহরে মোট মৃত্যুর সংখ্যা ১২৯ জনের। মৃতদের মধ্যে কো–মর্বিডিটির জন্য মৃত্যু হয়েছে ৫২ জনের। তবে শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮২ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৪৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, কলকাতা থেকে আশঙ্কার খবর হল, নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আর জি কর হাসপাতালে ২০০ জুনিয়র চিকিৎসক কর্মবিরতি শুরু করে দিয়েছেন। তাঁদের অভিযোগ, করোনা মোকাবিলায় চিকিৎসক তো বটেই, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য এন–৯৫ মাস্ক, পিপিই পোশাক পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে না। তাই রোগীদের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। করোনা পরিস্থিতিতে এই ঘটনা আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষকে অস্বস্তিতে ফেলেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।