বিশেষ প্রতিবেদন,কলকাতা:রবিবার পশ্চিমবাংলায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৬ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৭৪ জন। এর অর্থ, সামান্য হলেও রাজ্যে কমেছে একদিনে সংক্রমিতের সংখ্যা। এর ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪৯৮ জন। রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফে প্রকাশিত বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
একদিনে সংক্রমিতের সংখ্যা যেমন সামান্য কমেছে, তেমনই বেড়েছে সুস্থতার হারও। রবিবার করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৩৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৮৬ হাজার ৭৭১ জন। ফলে রাজ্যে সুস্থতার হার গিয়ে দাঁড়িয়েছে ৭৪.৪৮ শতাংশ। শনিবার এই হার ছিল ৭৩.৯১ শতাংশ। এ ছাড়া এখন রাজ্যে করোনা ভাইরাস সক্রিয় রয়েছে ২৭ হাজার ২৯৯ জনের শরীরে। পাশাপাশি এদিন করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৫১ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৮ জন। করোনা পরীক্ষার সংখ্যাও রাজ্যে আগের তুলনায় অনেকটাই বেড়েছে। রবিবার রাজ্যে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ২৮৬ জনের। ফলে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ১৪ হাজার ৭৭২টি।
কলকাতা শহরেও সংক্রমণ কিছুটা কমেছে। এদিন শেষ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৬৩ জন। ফলে এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩১৯ জন। এদিন শহরে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭০ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৫৬০ জন, পূর্ব মেদিনীপুরে ২২২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২১১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৮৫ জন, হাওড়ায় ১৭৯ জন, পশ্চিম বর্ধমানে ১৪৭ জন, উত্তর দিনাজপুরে ১২৮ জন, মালদায় ১১৫ জন, মুর্শিদাবাদে ১০৮ জন, হুগলিতে ১০৬ জন, নদিয়ায় ৯৮ জন, কোচবিহারে ৭৭ জন, দার্জিলিংয়ে ৭৩ জন, পূর্ব বর্ধমানে ৬৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৬২ জন, বাঁকুড়ায় ৬১ জন এবং জলপাইগুড়িতে ৩৫ জন সংক্রমিত হয়েছেন।