নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাড্ডায় বাসভবনে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আল আমিন (২৫), মোঃ রানা হোসেন (২৫), মোঃ ফয়সাল (২৮) ও মোঃ খন্দকার জিয়াউর রহমান রফিকুল আলম মশিউর মিশু (৩৯)।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ ইসলাম জানান, শুক্রবার (১০ জুলাই) রাতে বাড্ডা থানার আফতাব নগরের ২নং রোডের ৩১ নম্বর বাড়ির পঞ্চমতলার একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে রবিবার (১২ জুলাই) বাড্ডা থানায় একটি মামলা দায়ের হয়।
তিনি বলেন, মামলাটি তদন্ত শুরু করে বাড্ডা থানা পুলিশ। তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে রাজধানীর খিলগাঁও, রামপুরা ও বনশ্রী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাড্ডা থানা পুলিশ।
মোঃ পারভেজ ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হবে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে লুন্ঠিত দুইটি ল্যাপটপ, দুইটি আইফোন, দুইটি সিম্ফনি মোবাইল ফোন, একটি রাউটার, এক জোড়া স্বর্ণের চুড়ি, এক জোড়া গোল্ড প্লেটের বালা, রুপা ও ইমিটেশন মিশ্রিত একটি গলার হার ও এক জোড়া কানের দুল, অনেকগুলো ইমিটেশনের গহণা, নগদ চার হাজার টাকা, একটি দ্যা ও দুইটি চাকুসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।