প্রত্যয় ডেস্ক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির নিকুছড়ি থেকে আবারও অস্ত্র ও গােলাবারুদ উদ্ধার করেছে ১১ বিজিবি ।
১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টার সময় উপজেলার সােনাইছড়ি ইউনিয়নের দূর্গম নিকুছড়ি বিজিবির বিওপি ক্যাম্প হইতে আড়াই কিলােমিটার দূরে পাহাড়ি এলাকায় এ অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধীনস্থ নিকুছড়ি বিওপির বিজিবি জোয়ানরা অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে। এই ব্যাপারে নবাগত জোন কমান্ডার ও অধিনায়ক লে .কর্ণেল শাহ আব্দুল আজীজ আহমেদ জানান যে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গােলাবারুদ উদ্ধার করা হয় । তিনি আরও জানান ,বাংলাদেশ – মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্টে সন্ত্রাসীরা অস্থায়ী আস্তানা তৈরী করে অস্ত্র মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদ্য নবাগত যােগদানকারী জোন কমান্ডার ও অধিনায়ক লে . কর্ণেল শাহ আব্দুল আজীজ আহমেদের দিকনির্দেশনায় সীমান্তে অভিযান পরিচালনা করেছেন।
অন্য বারের মতো এবারও গােপন সংবাদের ভিত্তিতে নিকুছড়ি বিওপির সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল নিকুছড়ি পাহাড়ি অরণ্যে অভিযান চালিয়ে ও পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশীয় অস্ত্র( একনালা বন্দুক), ১৭ টি শিশা, বারুদ ১ টি প্লাস্টিকের বােতল, একটি কসটেপ উদ্ধার করা হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্র নিকুছড়ি বিওপিতে রয়েছে ।
উল্লেখ্য , নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ১০ দিনের ব্যবধানের মােট ১৫ টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গােলাবারুদ উদ্ধার করতে সক্ষম হন । এর মধ্যে সােনাইছড়ির ১ টি সহ, দোছড়ি ইউনিয়নের মামাভাগিনার ঝিরি থেকে ৫ টি, ছাগল খাইয়া থেকে ৯ টি অস্ত্র ও বিপুল পরিমাণ গােলাবারুদ উদ্ধার করেন বিজিবি ।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু