প্রত্যয় নিউজ ডেস্কঃ কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এসএসসি পাশ কাঁকন আক্তার ( ১৬) নামে এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের কালোরা গ্রামে প্রবাসী কামরুল ইসলাম এর মেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।
ইউএনও নজরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে।
এমন খরবে তাৎক্ষণিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বিয়ে বাড়িতে যাই। পরে সেখানে মেয়ের মাকে বাল্যবিবাহের কুফল ও আইনি নিষেধাজ্ঞার কথা বুঝিয়ে বলে বিয়ের বন্ধের নির্দেশ দেয়া হয়। কাঁকন আক্তারের মা মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন।
তিনি বলেন, বাল্যবিবাহে শিশু, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। কাঁকনকে করুণ পরিণতি থেকে রক্ষা করতেই এই বিয়ে বন্ধ করেছি। জনস্বার্থে এধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
ডিপিআর/ জাহিরুল মিলন