শাহদাৎ হোসেন ভ্রাম্যমান প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মহামারির মধ্যেই গনপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তের পর বাসের ভাড়া ৬০% বাড়ানো হলো। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিঅারটিএ দাবি করেন সামাজিক দুরত্ব বজায় রাখতে ৫০ ভাগ সিট খালি থাকবে বলে মালিকদের ক্ষতি পুষিয়ে দিতেই বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রিদের। জীবিকা এবং চাকরি বাচাঁনোর তাগিদে মানুষ কর্মস্থলে ছুটে চলার জন্য হুমড়ি খেয়ে পড়েছে টিকিট কাউন্টারগুলোতে সেই সুযোগে পরিবহন মালিক-শ্রমিক বাড়তি ৬০% নির্ধারিত ভাড়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়া অাদায় করে ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে।
অামার দুজন নিকটাত্মীয় একজন সিলেটে অারেক জন ঢাকায় কর্মস্থলে যাওয়া জন্য টিকিট কাটতে গেলে অতিরিক্ত ভাড়া গুনতে হয় তাদের। বগুড়া থেকে সিলেটের ভাড়া ৭০০ টাকা, ৬০% হারে অতিরিক্ত ৪২০ টাকা হলে ১১২০ টাকা হয় সেখানে টিকিটের মূল্য ১৬০০ টাকা নেয়া হয়েছে। এবং বগুড়া থেকে ঢাকার ভাড়া ৩৫০ টাকা ৬০% হারে অতিরিক্ত ২১০ টাকা হলে৫৬০টাকা হয় সেখানে নেয়া হয়েছে ৮০০ টাকা।
এখন প্রশ্ন হলো- নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কেন? বেশি ভাড়া দেয়ার পরেও কি সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌছাতে পারবে?
এবিষয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করছেন সাধারণ মানুষসহ সকল যাত্রীরা।