1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে: সালমান এফ রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩২ Time View

ওয়েব ডেস্ক: বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের সালমান এফ রহমান বলেন, আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে। দুটো কথা উনারা বলছেন।আমরা ওয়াকওভার দেব না। আরেকটা বলছেন, খালি মাঠে গোল দিতে দেবো না। তার মানেটা কী? তার মানে উনারা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতেছেন, দেখা যাক।

তিনি বলেন, বিএনপিকে আমি নির্বাচনে আসতে বলেছি। জনগণের কাছে জনপ্রিয়তা পরীক্ষা করান। ভোটাররা যদি আপনাদের ভোট দেয়, তাহলে আপনারা ক্ষমতায় আসবেন। কিন্তু অংশগ্রহণ না করে বড় বড় কথা বলে লাভ নেই।

বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গত ডিসেম্বরে তারা ডেডলাইন দিয়েছে। এখন একবছর হয়ে গেছে। গত ডিসেম্বরে বলে দিয়েছিল, এ সরকার থাকবে না। তারপর ১১ মাস হয়ে গেছে এ সরকার এখনো আছে। উনারা ডেডলাইন দেন, জানি না হাস্যকর হয়ে যাচ্ছে। উনাদের কর্মী যারা আছেন, তারাও বলছেন ডেড লাইনের কোনো মানে হচ্ছে না।

দেশের অর্থনীতি ও বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমি যেটা দেখছি, বিনিয়োগ ফ্লো ভালোই আসছে। অর্থনীতিতে আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু আমাদের অর্থনীতি খুবই শক্তিশালী। যে কথাটা আইএমএফও কিছুদিন আগে বলেছে।

তিনি বলেন, এটা কিন্তু স্বাভাবিক। নির্বাচনের আগে সব কিছু একটু স্লো ডাউন হবে। তারা (বিনিয়োগকারীরা) দেখতে চাইবে নির্বাচনটা হয়ে যাক। নতুন সরকার আসুক, নতুন সরকারে কারা আসছেন, এগুলো দেখেই হবে। আমি মনে করি আগামী ২-৩ মাস নতুন এফডিআই কিছুটা স্লো হবে। যে এফডিআই অলরেডি চলে এসেছে, যারা বিনিয়োগ করেছেন, তারা নিয়ম অনুযায়ী কাজ করবেন। ব্যবসা-তো বন্ধ হয় না। সেটা নিয়ে আমি চিন্তিত না।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..