প্রত্যয় স্পোর্টস ডেস্ক: সামনেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। আর তার জন্যই দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দেশে ফিরে করোনা পরীক্ষা করান তিনি। সেই রিপোর্ট নেগেটিভ আসায় এখন শুরু হতে যাচ্ছে সাকিবের মাঠে ফেরার তোড়জোড়।
জানা গেছে, আজ শনিবার বিকাল থেকেই বিকেএসপিতে প্রস্তুতি পর্ব শুরু করবেন সাকিব। আইসিসির নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে বিসিবির কোনো ধরনের সুযোগ-সুবিধা ব্যবহর করতে পারবেন না সাকিব। দেশের সবসময়ের সেরা ক্রিকেটার বলে বিবেচিত এই অলরাউন্ডার তাই বেছে নিয়েছেন তার বেড়ে ওঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। এখানেই নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। তবে এই সময়ে বিকেএসপির কোনো ছাত্র-ক্রিকেটারের সঙ্গে তার যোগাযোগ থাকবে না।
এই বিকেএসপি থেকেই সাকিবের বিশ্বসেরা হয়ে ওঠার পর্ব শুরু হয়। ৩৩ বছর বয়সী বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’কে সম্ভব সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেবে বিকেএসপি। স্কিল ট্রেনিংয়ে সহায়তা করবেন তার ঘনিষ্ঠ দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। সেখানকার অ্যাথলেটিকস ট্র্যাক, সুইমিং পুল, সবই ব্যবহার করতে পারবেন সাকিব। প্রয়োজনে বিকেএসপির মনোবিদের সহায়তাও নিতে পারবেন। আগামী ২৯ অক্টোবর সাকিব মুক্তি পাবেন নিষেধাজ্ঞা থেকে।