নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণের কারণে শারীরিক উপস্থিতি ছাড়া তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে চলছে বিচার কার্যক্রম। কিন্তু মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা কর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় সেখানে লকডাউন অব্যাহত রয়েছে। তবে এখানেও বিচার কার্যক্রম শুরু করতে রোববার থেকে ট্রাইব্যুনালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মচারীরা।
এর আগে ১২ মে পর্যন্ত ট্রাইব্যুনালের গেট খোলা ছিল। সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তাদের মধ্যে পর্যায়ক্রমে ২২ জন করোনায় আক্রান্ত হওয়ার পর ১২ মে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালে ভার্চুয়াল মাধ্যমে দফায় দফায় বৈঠক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে একবার ভার্চুয়াল বৈঠকে মিলিত হন বলে জানা গেছে। এর মধ্যে ট্রাইব্যুনালের একজন সদস্য বিচারপতি অসুস্থ হওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে গেছেন। এখন সীমিত পরিসরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সূত্রে জানা গেছে।