ওয়েব ডেস্ক: ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই) প্রেসিডেন্ট ও সিইও অধ্যাপক ড. সাইফুর রহমান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য নারীকে নারী হিসেবে নয় বরং মানুষ হিসেবে দেখতে হবে, প্রযুক্তিতে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। বিদ্যুৎ সমস্যা সমাধান করতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতি নিরসনে আগামী দিনে সোলার এনার্জি বা প্রাকৃতিক শক্তি (বায়ু ও পানি) প্রধান ভূমিকা রাখবে।
শনিবার (২৪ জুন) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই) কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তনের জন্য রোবটিক্স শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বলেছেন- জলবায়ু পরিবর্তনের সমস্যা সারা বিশ্বের সমস্যা। এই সমস্যা সমাধান করতে হলে অত্যধিক কার্বন নিঃসরণকারী বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর উপর চাপ প্রয়োগ করতে হবে। বাংলাদেশের মতো অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ইনসেনটিভের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী শামীম জেড বসুনিয়া, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শামীম আখতার, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের জন্য রোবটিক্স প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা এবং টেকনিক্যাল এক্সপার্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।