প্রত্যয় ডেস্ক, আরাফাত রায়হান, চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বহিষ্কারের দাবিতে ২৯১ জন ছাত্রনেতার যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। অনেকে বলছেন এই বিবৃতি ষড়যন্ত্রেরই একটি অংশ। বিবাহিত, অছাত্রদের নিয়ে বানানো হয়েছে এই বিবৃতি। অনেকেতো জানেই না এই বিবৃতিতে তার নাম আছে। না জানিয়ে, অনুমতি না নিয়ে নাম দেওয়ার অভিযোগও উঠেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল রায়হান। ১১-১২ সেশনের এই ছাত্রলীগ নেতা বলেন, চবি ছাত্রলীগের সভাপতিকে নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে তা আমি জানিও না। আমাকে না জানিয়ে আমার নাম দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কারো নাম দেওয়া অন্যায়। বিবৃতির ব্যাপারে আমি অবগত নই। নোংরা রাজনীতির অংশই এই ধরনের কর্মকান্ড।
একই রকম অভিযোগ করেন আল আমিন আহমেদ শেখ, মো:সালাহ উদ্দিন, ১৫-১৬ সেশনের মুজাহিদ চৌধুরী, নয়ন মোদাক, কামরুল হাসান সূচক।