সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী প্রতিনিধিঃ ঢাকা ও নারায়ণগঞ্জ সহ যারা বিভিন্ন এলাকা থেকে গত এক সপ্তাহে রাজশাহীতে ফিরেছেন, তাদের খুঁজে বের করে নমুনা পরীক্ষা করা হবে বললেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক ।
ধারণা করা হচ্ছে, গত এক সপ্তাহে ট্রাক, কাভার্ড ভ্যান ও মাছবাহী যানবাহনে শতাধিক মানুষ রাজশাহীতে প্রবেশ করেছেন।
রাজশাহীর পুঠিয়া ও বাগমারা উপজেলায় করোনা আক্রান্ত দুই রোগী শনাক্ত হওয়ার পরে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসন রাজশাহী জেলাকে আনুষ্ঠানিকভাবে লকডাউনের ঘোষণা দেয়। আক্রান্ত দুজন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন।
জেলা প্রশাসক মোঃ হামিদুল হক বলেন, রাজশাহীর পুঠিয়া ও বাগমারার যে দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, তাদের কোনো উপসর্গ দেখা যায়নি। পরীক্ষা করার পরে জানা যায়, তারা করোনায় আক্রান্ত। যে কারণে গত এক সপ্তাহে যারা রাজশাহীতে ফিরেছেন, তাদের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিকালে গোয়েন্দা শাখার সদস্যরা ২৪ জনকে আটক করেন। তারা বিভিন্ন জায়গা থেকে রাজশাহী শহরে প্রবেশ করছিলেন।