মো:ফরহাদ,চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) জমা দেয়ার পর সম্প্রতি প্রথম ডোজের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
অনেক শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না। তাদের অভিযোগ, টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হলে ত্রুটি দেখাচ্ছে। বলা হচ্ছে, দুঃখিত আপনি টিকার জন্য নির্বাচিত নন।
এসব সমস্যার বিষয়ে ইউজিসি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারদের কাছে একটি চিঠি দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, টিকার ওয়েবসাইট সুরক্ষা ডটকমে ভিজিট করে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। এর আগে গত ৩১ মে পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে বিশ্ববিদ্যালয়গুলো ১ লাখের বেশি শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। যেসব আবাসিক শিক্ষার্থীদের সঠিক এনআইডি নম্বরসহ তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে তারাই সঠিকভাবে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন। কিন্তু যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা সঠিক এনআইডি নম্বরসহ পাঠানো হয়নি তারা এখন রেজিস্ট্রেশন করতে পারবেন না।
তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য টিকা দেয়ার সিদ্ধান্ত এখনও হয়নি। এক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের নিবন্ধনের বিষয়ে সরকার থেকে নির্দেশনা পেলে কমিশন হতে যথাসময়ে বিশ্ববিদ্যালয়কে তা জানানো হবে।
চিঠিতে ইউজিসি বলেছে, করোনা টিকা নেয়ার জন্য সঠিক এনআইডি নম্বরসহ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষক, গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর (৪০ বছরের নিচে) তালিকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অধিদফতরে পাঠাতে অনুরোধ করা হয়। কিন্তু কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে আবাসিক এবং অনাবাসিক সব শিক্ষার্থীর তথ্য সেখানে পাঠানো হয়। বর্তমানে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অন্যরা আপাতত পারবেন না।
বিভিন্ন অসুবিধার কারণে কিছু আবাসিক শিক্ষার্থীর এনআইডি নম্বরসহ তালিকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়নি। কিন্তু তথ্য না থাকায় তারাসহ অনাবাসিক শিক্ষার্থীরাও একই সঙ্গে নিবন্ধনের চেষ্টা করছেন এবং নিবন্ধন করতে না পারার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে।
সমস্যাটি সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে কিছু ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেগুলো হলো-
>> সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার লক্ষ্যে শিক্ষার্থীরা যেন তার তথ্য সহজে নিশ্চিত হতে পারেন সে জন্য যেসব আবাসিক শিক্ষার্থীর (সঠিক এনআইডি নম্বরসহ) তালিকা বিশ্ববিদ্যালয় থেকে ডিরেক্টর, এমআইএস, ডিজিএইচএসে পাঠানো হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
>> যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (সঠিক এনআইডি নম্বরসহ) ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সম্ভব হয়নি তাদের তথ্য সংগ্রহ করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতরে সংরক্ষণ করতে হবে এবং তা সূত্রে উল্লিখিত পত্রের নির্দেশনা ও ছক অনুযায়ী একত্রে করে (খণ্ড খণ্ড করে নয়) পরবর্তীতে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট ই-মেইলে পাঠাতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদের নিবন্ধনের বিষয়ে সরকার থেকে নির্দেশনা পেলে কমিশন হতে যথাসময়ে বিশ্ববিদ্যালয়কে তা জানানো হবে।
>> সব শিক্ষার্থী টিকা পাবেন। শিক্ষার্থীদের এই টিকাদানের লক্ষ্যে নিবন্ধন করানো বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব। কাজেই রেজিস্ট্রার অথবা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেউ তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন করার ক্ষেত্রে সমস্যা (যদি থাকে) সমাধানের ব্যবস্থা নিতে হবে।