দৈনিক প্রত্যয় ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৭৬০ জনে। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ৯ লাখ ৭ হাজার ৬৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৬৯৯ জন।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার
ডিপিআর/ জাহিরুল মিলন