নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে রোববার দিবাগত মধ্যরাতে বৃষ্টি শুরু হয়। সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত প্রায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে জলাবদ্ধতার তৈরি হয়েছে। ঢাকায় যেন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
টানা বৃষ্টিতে মহাখালীর নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সরকারি তিতুমীর কলেজের সামনে সহ বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমায় চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। পাশাপাশি নিম্নাঞ্চলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি প্রবেশ করে। এ নিয়ে উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।
সোমবার বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জলাবদ্ধতা দূর হয়নি। এতে এ এলাকায় মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। রিকশাচালক, সবজি বিক্রিতাসহ নিম্নআয়ের মানুষজন পরনের কাপড় ভিজিয়েই তাদের দৈনন্দিন কাজ অব্যাহত রেখেছেন। এ ছাড়া কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না।
এলাকাবাসী মনে করেন, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বর্ষার শুরুতেই জলাবদ্ধতায় স্থানীয়দের নাকাল অবস্থা। এ দুর্ভোগ দেখার কেউ নেই।
মহাখালীর বাসিন্দা রুহুল আমিন বলেন, সকালে দেখি আমতলী থেকে গুলশান-১ সড়কে হাঁটু পানি জমে। এ অবস্থায় ভিজে খুব কষ্ট করে অফিসে আসতে হয়েছে।
আরেক বাসিন্দা কবির হোসেন বলেন, পানি নিষ্কাশনের জন্য অনেক আগেই শুরু হওয়া ড্রেন নির্মানের কাজ এখনো শেষ হয়নি। যে কারনে আমাদের দুর্ভোগও কমছে না।