প্রত্যয় নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। এসময় ওসমান গনি (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
আরো জানতে পড়ুনঃ
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে বেনাপোল সীমান্ত খড়িডাঙ্গা ও ভবারবেড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই মাদকদ্রব্য উদ্ধার ও কারবারিকে আটক করে।
আটক মাদক কারবারিকে ওসমান গনি বেনাপোলের পুটখালী ইউনিয়নের শিকড়ী গ্রামের সাবান হোসেনের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে ফেনসিডিল নিয়ে মাদক কারবারিরা বেনাপোল সীমান্ত অবস্থান করছে। পরে বিজিবি অভিযান চালিয়ে খড়িডাংগা ইটভাটা মোড় থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ ওসমান গনিকে আটক করে। অপরদিকে ভবারবের গ্রামে অভিযান চালালে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া ৩০০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার লালমিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন