দৈনিক প্রত্যয় ডেস্কঃ যশোরের বেনাপোলে রেলপথে পণ্যবাহী পিয়াজের একটি ভারতীয় ওয়াগান থেকে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) রাত ৮ টার সময় বেনাপোল রেলস্টেশন থেকে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানি পণ্য বোঝাই রেলওয়াগানে পাচারকারীরা ফেনসিডিলের চালান নিয়ে আসছে। এমন খবরে বিজিবি রেলে তল্লাশি করে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, এ ট্রেনটি বেনাপোল স্টেশনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিজিবি তল্লাশি করে ৬৬ বোতল ফেনসিডিল পায়। ধারণা করা হচ্ছে বেনাপোল ষ্টেশনে পৌঁছানোর আগেই পাচারকারীরা এগুলো ট্রেনে উঠিয়েছিল।
ডিপিআর/ জাহিরুল মিলন