নিজস্ব প্রতিবেদক: মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের ৯ সদস্যকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম বাকীবিল্লাহ এই আদেশ প্রদান করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলো- নাজমুল জমাদ্দার, হাসান মীর, ইব্রাহিম মীর, তৌহিদ হাওলাদার, মোহন শিকদার, পারভেজ মীর, সোহেল মোল্যা, দেলোয়ার হোসেন ও সৈয়দ হাওলাদার।
রিমান্ড আবেদনে বলা হয়, বিভিন্ন ব্যাংকের কাস্টমার কেয়ারের নম্বর ক্লোন করে ফোন দিয়ে কৌশলে গ্রাহকের তথ্য জেনে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের সব অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। গ্রেফতারকৃত আসামিরা এই প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাই মামলার প্রকৃত রহস্য উন্মোচন ও তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত আবশ্যক।
উল্লেখ্য, গত ৬ জুন এক যৌথ অভিযানে ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে আসামিদের গ্রেফতার করে র্যাব-৮ ও র্যাব-২-এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণার সরঞ্জাম জব্দ করা হয়। এ অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।