আরাফাত রায়হান, চবি প্রতিনিধি: দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য জায়গা করে দিয়ে নিজের সিট ছেড়ে দিয়ে থেকেছেন বারান্দায় চবি ছাত্রলীগের নেত্রীরা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার জন্য যেন কোনো সমস্যা না হয় এজন্য নিজেদের রুম ছেড়ে দিয়ে বারান্দায় কিংবা গেস্ট রুমে থেকেছেন।
জননেত্রী শেখ হাসিনা হলে অবস্থান করা ভর্তি পরীক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, রংপুর থেকে পরীক্ষা দিতে এসেছি। এখানে আমার আত্মীয় কেউ নাই। মেয়ে মানুষ কোথায় থাকবো তা নিয়ে চিন্তায় ছিলাম।ছাত্রলীগের বড় আপুর সাথে যোগাযোগ করলে আপু আমাকে এবং আমার আম্মুকে থাকার জন্য নিজের রুম ছেড়ে দেন।
জননেত্রী শেখ হাসিনা হলের ছাত্রলীগ নেত্রী আফরিন লিমু বলেন, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বন্ধু। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে থেকে সবধরনের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। হলে যেন পরীক্ষার্থীরা নির্বিঘ্নে থাকতে পারে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সবধরনের ব্যবস্থা করেছি।
ছাত্রলীগ নেত্রী সঁরপিলতা ত্রিপুরা, জাহেদা আক্তার টুম্পা ও সুচি যথাক্রমে তারামন বিবি, শামসুন নাহার ও প্রীতিলতা হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করেন। তারা বলেন, চবি ছাত্রলীগ সবসময়ই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশে ও চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ভাইয়ের সহযোগিতায় আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তাদের কলম, মাস্ক ও কয়েল দেই।
চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, চবি ছাত্রলীগ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে সবসময়। চবি শাখার সবাই চলমান ভর্তি পরীক্ষায় নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে। আমরাও প্রতিদিন আগত ভর্তিচ্ছু এবং অভিভাবকদের পানি, মাস্ক ইত্যাদি উপহার সামগ্রী দিয়েছি। এছাড়াও হলগুলোতে আমরা নিয়মিত খোঁজ নিয়েছি যাতে কেউ রেগিং বা কোন প্রকার হেনস্থার শিকার না হয়।